Tuesday, September 26, 2023

বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF || সীমান্ত রেখা || বর্ডার

বিভিন্ন দেশের সীমারেখা তালিকা PDF

আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF
আন্তর্জাতিক সীমারেখা 
Hello Friends,
আজ বিভিন্ন দেশের সীমারেখা তালিকা PDFটি শেয়ার করছি, যেটি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সীমারেখার নামের তালিকা বাংলায় উপস্থাপন করা হলো। ওয়ার্ল্ড জিকের অংশ হিসাবে যেকোনো চাকরীর পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন এসেই থাকে প্রায়; যেমন- তিনবিঘা করিডর কোন কোন দেশের মধ্যে রয়েছে? ভারত ও চীনের সীমারেখার নাম কী? ডুরান্ড লাইন কোন কোন দেশের মধ্যবর্তী সীমানা? ইত্যাদি।

বিভিন্ন দেশের সীমারেখা

সীমারেখাঅবস্থান
∎ র‌্যাডক্লিফ লাইন
∎ ২৪তম প্যারালাল
∎ লাইন অফ কন্ট্রোল
∎ ক্রিক প্রণালী
ভারত ও পাকিস্তান
ডুরান্ড লাইনপাকিস্তান ও আফগানিস্তান
তিন বিঘা করিডরভারত ও বাংলাদেশ
∎ ম্যাকমোহন লাইন
∎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল
ভারত ও চীন
পক প্রণালীভারত ও শ্রীলঙ্কা
ডানকান প্যাসেজগ্রেট এবং লিটল আন্দামান
সমব্রেরো চ্যানেলআন্দামান ও নিকোবর
9° চ্যানেললাক্ষাদ্বীপ ও মিনিকয়
10° চ্যানেলআন্দামান ও নিকোবর
ইংলিশ চ্যানেলইংল্যান্ড ও ফ্রান্স
জিব্রাল্টার প্রণালীইউরোপ ও আফ্রিকা
হিন্ডেনবার্গ লাইনজার্মানী ও পোল্যান্ড
∎ সিগফ্রিড লাইন
∎ ম্যাজিনো লাইন
জার্মানী ও ফ্রান্স
অর্ডার নিসে লাইনজার্মানী ও পোল্যান্ড
ম্যানারহেইম লাইনফিনল্যান্ড ও রাশিয়া
কার্জন লাইনপোল্যান্ড ও রাশিয়া
আলপাইন লাইনইতালী ও ফ্রান্স
ব্লু লাইনলেবানন ও ইজরাইল
পার্পল লাইনইজরাইল ও সিরিয়া
∎ নর্দান লিমিট লাইন
∎ ৩৮তম প্যারালাল
উত্তর ও দক্ষিন কোরিয়া
৪৯তম প্যারালালযুক্তরাষ্ট্র ও কানাডা
১৭তম প্যারালাল উত্তর ও দক্ষিন ভিয়েতনাম
৩১তম প্যারালালইরাক ও ইরান
সনোরা লাইনমেক্সিকো ও যুক্তরাষ্ট্র

বিভিন্ন আন্তর্জাতিক সীমারেখার তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: সীমারেখা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 518 KB

Click Here to Download

No comments:

Post a Comment