আজ বিভিন্ন ধাতুর আবিষ্কর্তা তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে উল্লেখযোগ্য কিছু ধাতু ও তার আবিষ্কারকের নাম দেওয়া হয়েছে তালিকাকারে। সাধারণ বিজ্ঞানের অন্যতম অধ্যায় গুলির মধ্যে এই অংশ থেকে প্রায়ই পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়; যেমন:- সোডিয়াম কে আবিষ্কার করেন? ম্যাঙ্গানিজ কে আবিস্কার করেন? ইত্যাদি।
বিভিন্ন ধাতুর আবিষ্কর্তা
| ধাতু | আবিষ্কারক | সাল |
|---|---|---|
| ইস্পাত | হ্যারি বিয়ার্লে | ১৯১৩ |
| কোবাল্ট | জর্জ ব্রান্ডট | ১৭৩৫ |
| নিকেল | এ. ক্রোনস্টেডট | ১৭৫১ |
| সোডিয়াম | হামফ্রে ডেভি | ১৮০৭ |
| পটাশিয়াম | হামফ্রে ডেভি | ১৮০৭ |
| ম্যাগনেশিয়াম | এ. বুসি | ১৮৩১ |
| ম্যাঙ্গানিজ | ইলসেমান | ১৭৮৫ |
| বেরিয়াম | হামফ্রে ডেভি | ১৮০৮ |
| মলিবডিয়াম | জে. বার্জিলিয়াস | ১৮১৭ |
| টাংস্টেন | ইগলুয়ার | ১৭৮৩ |
| ইউরেনিয়াম | ই. পেলিগট | ১৮৪১ |
| ক্রোমিয়াম | এল. ভ্যায়ুকুইলিন | ১৭৯৭ |
| বেরিলিয়াম | এল. ভ্যায়ুকুইলিন | ১৭৯৩ |
| ট্যান্টালাম | এ. একবার্গ | ১৮০২ |
| রোডিয়াম | ডব্লু. ওল্লাসটোন | ১৮০৩ |
| ক্যালসিয়াম | হামফ্রে ডেভি | ১৮০৮ |
| রুবিডিয়াম | বুনসেন ও কিরচফ | ১৮৬১ |
| টারবিয়াম | সি. মোসাণ্ডার | ১৮৪৩ |
| ল্যান্থানাম | সি. মোসাণ্ডার | ১৮৩৯ |
| গ্যালিয়াম | পি. ই. বোইসবাউড্রেন | ১৮৭৫ |
ধাতুর আবিষ্কারকের নামের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: ধাতুর আবিষ্কর্তা
File Format: PDF
No. of Pages: 1
File Size: 425 KB
Click Here to Download

No comments:
Post a Comment