Tuesday, January 16, 2024

বিভিন্ন রাজার উপাধি তালিকা PDF || Rajar Upadhi

বিভিন্ন রাজার উপাধি তালিকা PDF

বিভিন্ন রাজার উপাধি PDF || Rajar Upadhi
বিভিন্ন রাজার উপাধি 
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন রাজার উপাধি PDFটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এটিতে ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কয়েকটি রাজা ও তাঁদের উপাধী উল্লেখ করা হলো। কিছু রাজা নিজেই উপাধি গ্রহণ করেছেন এবং কিছু রাজাদের উপাধি দেওয়া হয়েছে।  WBCS-সহ অন্যান্য পরীক্ষাতে এই অংশ থেকে প্রশ্ন এসে থাকে।

বিভিন্ন রাজার উপাধি

রাজার নামউপাধী
অজাতশত্রুকুনিক
বিম্বিসারশ্রেনীক
মহাপদ্মনন্দঅগ্রসেন
ধননন্দঅগ্রমিজ
চন্দ্রগুপ্ত মৌর্যস্যাক্রকোটাস, অ্যাক্রকোটাস
বিন্দুসারঅমিত্রঘাত
অশোকপ্রিয়দর্শী
দ্বিতীয় চন্দ্রগুপ্তবিক্রমাদিত্য
হর্ষবর্ধনশিলাদিত্য
প্রথম নরসিংহ বর্মনমহামল্ল
অমোঘ বর্ষাবীর নারায়ণ
দ্বিতীয় পুলকেশীপরমেশ্বর
প্রথম মহেন্দ্রবর্মনবিচিত্রচিত্ত
তৃতীয় গোবিন্দজগতুঙ
চতুর্থ বিক্রমাদিত্যত্রিভুবন, মাল্লা
দ্বিতীয় বিক্রমাদিত্য নরেন্দ্র, মৃগরাজ
ইব্রাহিম কুতুবশাহমল্কিবরম
কুতুবুদ্দিন আইবকলাখ বক্স, মালিক
জুনা খাঁমহম্মদ বিন তুঘলক
কনিষ্কদেবপুত্র
মহম্মদ গজনিবুতশিকন
প্রথম রাজেন্দ্র চোলগঙ্গাইকোন্ড
বৈরাম খানখান বাবা
বাবরগাজী
ইব্রাহিম লোদীইব্রাহিম শাহ
শেরশাহহজরত-এ-আলা
কৃষ্ণদেব রায়যবনরাজ, স্থাপনাচার্য
গৌতমীপুত্র সাতকর্নিক্ষত্রিয় দর্প মানমর্দন
হালকবিবৎসল

রাজাদের উপাধির তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বিভিন্ন রাজার উপাধি
File Format: PDF
No. of Pages: 2
File Size: 406KB

Click Here to Download

No comments:

Post a Comment