Sunday, September 10, 2023

বিভিন্ন দেশের জাতীয় প্রতীক তালিকা PDF

বিভিন্ন দেশের জাতীয় প্রতীক তালিকা PDF 

বিভিন্ন দেশের জাতীয় প্রতীক PDF
বিভিন্ন দেশের জাতীয় প্রতীক 
Namaskar,
আজ বিভিন্ন দেশের জাতীয় প্রতীক তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে উল্লেখযোগ্য কয়েকটি দেশ ও তার জাতীয় প্রতীক সমূহের তালিকা রয়েছে। সাধারণ জ্ঞান বা জিকের অন্যতম অংশ হিসাবে এখান থেকে প্রায়ই প্রশ্ন এস; যেমন- ইংল্যান্ডের জাতীয় প্রতীক কী? ভারতের জাতীয় প্রতীক কী?

বিভিন্ন দেশের জাতীয় প্রতীক

দেশের নামজাতীয় প্রতীক
ভারতঅশোকস্তম্ভ
বাংলাদেশশাপলা
পাকিস্তানঅর্ধচন্দ্র
জাপানচন্দ্রমল্লিকা
ইতালিশ্বেতপদ্ম
হংকংঅর্কিড গাছ
আমেরিকাস্বর্ণদন্ড
জার্মানিকর্ন ফ্লাওয়ার 
মঙ্গোলিয়াসয়োম্ব
সুদানসেক্রেটারী বার্ড
তুর্কিঅর্ধচন্দ্র ও তারা
বার্বাডোসত্রিশুলের মাথা
রাশিয়াদুই মাথাযুক্ত ঈগল
আইভরী কোস্টহাতি
জিম্বাবোয়েজিম্বাবোয়ে পাখি
ইজরায়েলঝাড়বাতি
ইরানগোলাপ
স্পেন, সিরিয়া, ইরাক, প্যালেস্টাইন,লিবিয়া, মিশর,
 পোল্যান্ড, সার্বিয়া, ঘানা, আইসল্যান্ড,
ইন্দোনেশিয়া,মেক্সিকো, জর্দান,নাইজেরিয়া,পানামা,
জাম্বিয়া
ঈগল
শ্রীলঙ্কা, নরওয়ে, ফিনল্যান্ড, বেলজিয়াম,
নেদারল্যান্ড
সিংহ
আর্মেনিয়াঈগল ও সিংহ
সুইজারল্যান্ডহোয়াইট ক্রস
লেবাননপাইন জাতীয় গাছ
নিউজিল্যান্ডফার্ন ও কিউই পাখি
সেনেগালবাওবাব গাছ
অস্ট্রেলিয়াক্যাঙ্গারু
ইংল্যান্ডগোলাপ
কানাডাম্যাপল পাতা
ডেনমার্কবীচ গাছ
ডমিনিকাতোতাপাখি
ফ্রান্সলিলি
গুয়ানাকাঞ্জি পাখি
আয়ারল্যান্ডশুশনি পাতা
পাপুয়া নিউ গিনিবার্ড অফ প্যারাডাইস

জাতীয় প্রতীকের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: জাতীয় প্রতীক
File Format: PDF
No. of Pages: 1
File Size: 405KB

Click Here to Download

No comments:

Post a Comment