ভারতীয় উপকূল রক্ষক বাহিনীতে নাবিক পদে নিয়োগ ২০২৩
![]() |
ইন্ডিয়ান কোস্ট গার্ডসে নাবিক পদে নিয়োগ ২০২৩ |
নমস্কার বন্ধুরা,
ইন্ডিয়ান কোস্ট গার্ডস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে নাবিক পদে নিয়োগের উল্লেখ করা হয়েছে। এই পদে আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য নিম্নে দেওয়া হলো-
মাধ্যমিক পাশে নাবিক পদে নিয়োগ ২০২৩
❏ পদের নাম:: 1) Navik (General Duty) 2) Navik (Domestic Branch)
❏ মোট শূন্যপদ::
- Navik (General Duty)-২২৫ টি
- Navik (Domestic Branch)-৩০ টি
❏ শিক্ষাগত যোগ্যতা::
- Navik (General Duty) পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে Maths and Physics নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে।
- Navik (Domestic Branch) পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে
❏ বয়সসীমা::
উভয় পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী SC/ ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবে।
❏ আবেদন পদ্ধতি:: ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
❏ নিয়োগ পদ্ধতি:: প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে
❏ আবেদন মূল্য ::
- জেনারেল প্রার্থীদের জন্য ৩০০ টাকা
- SC/ ST/ PWD প্রার্থীদের জন্য কোন রকম আবেদন মূল্য জমা করতে হবে না
❏ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু | ৬ই ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ |
❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদনের লিংক | Click Here |
Join Telegram Group | Click Now |
No comments:
Post a Comment