বৈদিক যুগের বিভিন্ন দেব-দেবীর নাম
| বৈদিক যুগের দেব দেবী |
আজ বৈদিক যুগের বিভিন্ন দেব-দেবীর নামের তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে বৈদিক যুগের গুরুত্বপূর্ণ দেবতাদের নাম দেওয়া আছে। সরকারী চাকরীর পরীক্ষায় প্রাচীন ভারতের ইতিহাস থেকে প্রশ্ন আসে, যেমন- বৈদিক যুগে আকাশের দেবীর নাম কী ছিল? বৈদিক যুগে ঝড়ের দেবতার নাম কী ছিল? ইত্যাদি।
বৈদিক যুগের দেবতা
| দেব-দেবীর প্রকৃতি | নাম |
|---|---|
| আকাশের দেবী | দৌ |
| জলের দেবতা | বরুন |
| মৃতের দেবতা | যম |
| সৃষ্টির দেবতা | প্রজাপতি |
| ধ্বংসের দেবতা | রুদ্র |
| বিধান প্রদানকারী দেবী | বিধাত্রী |
| সঙ্গীতের দেবতা | গান্ধর্ব |
| ঝড়ের দেবতা | মরুৎ |
| চিরকালের দেবী | অদিতি |
| পৃথিবীর দেবতা | পৃথ্বী |
| সৌরদেবতা | সূর্য, পুষাণ, সাবিত্রী |
| প্রভাতকালের দেবতা | উষা |
| দেবতাদের তত্ত্বাবধায়িকা | অপ্সরা |
| বনদেবতা | অরণ্যানী |
| নদীর দেবতা | সরস্বতী |
| বাতাসের দেবতা | মরুৎ,পর্জনা |
দেব-দেবীর নামের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: বৈদিক যুগের দেব-দেবী
File Format: PDF
No. of Pages: 1
File Size: 283 KB
Click Here to Download
No comments:
Post a Comment