ভারতের UNESCO হেরিটেজ সাইট তালিকা
![]() |
হেরিটেজ সাইট |
Hello Dear,
আজ ভারতের হেরিটেজ সাইট তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান গুলির নাম এবং তাদের অবস্থান দেওয়া হলো। UNESCO-এর দ্বারা এই স্থান গুলি হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকের বিষয় হিসাবে এখান থেকে প্রায়ই পরীক্ষায় প্রশ্ন আসে; যেমন:- ধোলাভিরা ভারতের কততম হেরিটেজ সাইট? সুন্দরবন কত সালে হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়? ইত্যাদি।
ভারতের হেরিটেজ সাইট
স্থান | রাজ্য | সাল |
---|---|---|
অজন্তা গুহা | মহারাষ্ট্র | ১৯৮৩ |
ইলোরা গুহা | মহারাষ্ট্র | ১৯৮৩ |
আগ্রা ফোর্ট | উত্তরপ্রদেশ | ১৯৮৩ |
তাজমহল | উত্তরপ্রদেশ | ১৯৮৩ |
মহাবলীপুরমের মনুমেন্টস | তামিলনাড়ু | ১৯৮৪ |
কোনারকের সূর্য্য মন্দির | উড়িষ্যা | ১৯৮৪ |
কাজীরাঙ্গা ন্যাশনাল পার্ক | আসাম | ১৯৮৫ |
মানস বন্যপ্রাণী অভয়ারণ্য | আসাম | ১৯৮৫ |
কেওলাদেও ন্যাশনাল পার্ক | রাজস্থান | ১৯৮৫ |
গোয়া চার্চ ও কনভেন্টস | গোয়া | ১৯৮৬ |
ফতেপুর সিক্রি | উত্তরপ্রদেশ | ১৯৮৬ |
হাম্পির মনুমেন্টস | কর্নাটক | ১৯৮৬ |
খাজুরাহ মনুমেন্টস | মধ্যপ্রদেশ | ১৯৮৬ |
এলিফ্যান্ট গুহা | মহারাষ্ট্র | ১৯৮৭ |
পাট্টাডাকাল মনুমেন্টস | কর্নাটক | ১৯৮৭ |
সুন্দরবন ন্যাশনাল পার্ক | পশ্চিমবঙ্গ | ১৯৮৭ |
মহান চোল মন্দির | তামিলনাড়ু | ১৯৮৭ |
নন্দাদেবী ও ভ্যালি অফ ফ্লাওয়ারস ন্যাশনাল পার্ক | উত্তরাখণ্ড | ১৯৮৮ |
সাঁচির বৌদ্ধ মনুমেন্টস | মধ্যপ্রদেশ | ১৯৮৯ |
হুমায়ুনের সমাধিস্থল | দিল্লি | ১৯৯৩ |
কুতুব মিনার | দিল্লি | ১৯৯৩ |
ভারতের পার্বত্য রেলওয়ে | দার্জিলিং রেলওয়ে নীলগিরি রেলওয়ে কালকা-সিমলা | ১৯৯৯ ২০০৫ ২০০৮ |
বোধগোয়ার মহাবোধী মন্দির | বিহার | ২০০২ |
ভিমবেটকা প্রস্তরক্ষেত্র | মধ্যপ্রদেশ | ২০০৩ |
চম্পানের-পাওয়াগড় আর্কিওলজিক্যাল পার্ক | গুজরাট | ২০০৪ |
ছত্রপতি শিবাজি টার্মিনাস | মহারাষ্ট্র | ২০০৪ |
লালকেল্লা | দিল্লি | ২০০৭ |
জয়পুরের যন্তর-মন্তর | রাজস্থান | ২০১০ |
পশ্চিমঘাট | কেরালা | ২০১২ |
হিল ফোর্ট | রাজস্থান | ২০১৩ |
রানী-কি-ভাব | গুজরাট | ২০১৪ |
গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক | হিমাচলপ্রদেশ | ২০১৪ |
দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে করবুসায়ার | চন্ডিগড় | ২০১৬ |
নালন্দা বিশ্ববিদ্যালয় | বিহার | ২০১৬ |
কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক | সিকিম | ২০১৬ |
আমেদাবাদের ঐতিহাসিক শহর | গুজরাট | ২০১৭ |
মুম্বাইয়ের ভিক্টোরিয়ান ও আর্ট ডেকো এনসেম্বল | মহারাষ্ট্র | ২০১৮ |
জয়পুর শহর | রাজস্থান | ২০১৯ |
কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির | তেলেঙ্গানা | ২০২১ |
ধোলাভিরা | গুজরাট | ২০২১ |
হেরিটেজ সাইটের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: UNESCO হেরিটেজ সাইট
File Format: PDF
No. of Pages: 3
File Size: 347 KB
Click Here to Download
No comments:
Post a Comment