Saturday, December 16, 2023

ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা PDF|| Festivals of India

বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা PDF

বিভিন্ন রাজ্যের উৎসব || Festivals of Indian States
বিভিন্ন রাজ্যের উৎসব 

Hello Friends,
আজ ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে ভারতের সমস্ত রাজ্যের উৎসব গুলির তালিকা এখানে প্রদান করা হলো বাংলা ভাষায়। অর্থাৎ ভারতের কোন রাজ্যে কোন উৎসব উদযাপিত হয়, তারই তথ্য উপস্থাপন করা হলো। সরকারি চাকরির পরীক্ষাতে এই অংশ থেকে প্রশ্ন আসে; যেমন- বিহু কোন রাজ্যে উৎসব? ওনাম উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? ইত্যাদি।

বিভিন্ন রাজ্যের উৎসব

রাজ্যের নামউৎসব সমূহ
পশ্চিমবঙ্গনববর্ষ, দূর্গাপূজা, দীপাবলী, দোল বা বসন্ত উৎসব
আসামবিহু, দীপান্বিতা, কামাখ্যা মেলা ,মে-ডাম-মে-ফী, অম্বুবাচী মেলা, জোনবিল মেলা
ত্রিপুরাদূর্গাপূজা, গঙ্গা পূজা, গিয়ারিয়া পূজা, খেরচি পূজা, কের পুজা
উড়িষ্যারথযাত্রা, কোনারক উৎসব, আন্তর্জাতিক বালি শিল্প উৎসব
বিহারছট পূজা, করম উৎসব, পারুল
ঝাড়খন্ডছট পূজা, বন্দনা, সারহুল, রহিন
উত্তরপ্রদেশরামনবমী, রামলীলা, কুম্ভমেলা
ছত্রিশগড়হরেলী, কুম্ভমেলা, মাদাই
মহারাষ্ট্রগনেশ চতুর্থী, নাগপঞ্চমী, চিকু উৎসব
তামিলনাড়ুপোঙ্গল, জাল্লিকাট্টু
হিমাচলপ্রদেশহরিয়ালি, বৈশাখী, জাগরা, দুশেরা
অন্ধ্রপ্রদেশব্রহ্মোৎসব, শ্রী রাম নবমী, উগাদি বা তেলেগু নববর্ষ
কেরালাবিশু, ওনাম, তিস্ক, কুরম, নিশাগান্ধি
হরিয়ানাদিওয়ালি, লোহরী, বসন্ত পঞ্চমী, বৈশাখী
মেঘালয়ওয়াংগালা, আহাইয়া
উত্তরাখণ্ডগঙ্গা দুসেরা, কুম্ভমেলা
দিল্লিকুতুব উৎসব, রোশেনারা, শালিমার
নাগাল্যান্ডপাখি উৎসব, হেগা উৎসব, সেক্রেনি, হর্নবিল উৎসব
মিজোরামচাপচারকূট, মিমকূট
গুজরাটনভরাত্রি, হোলি, ঘুড়ি উৎসব, গঞ্চা
কর্নাটকহাম্পি, পাত্তাদকল, হয়্সালা, গৌরী, গনেশ চতুর্থী, কাম্বালা
মধ্যপ্রদেশলোকরং, খাজুরাহ, কুম্ভমেলা
পাঞ্জাবলহরী, বৈশাখী, সাতোয়া
গোয়াঘুমট, গোকুল অষ্টমী, মান্দ , গোয়া কার্নিভাল, শিগমো
সিকিমসাগা দাবা, লোসার, চাইতা, লোসাং, তিহার
জম্মু ও কাশ্মীরটিউলিপ উৎসব, লোরি, লোসার, সিন্ধু দর্শন, অমরনাথ যাত্রা
রাজস্থানআদিবাসী কুম্ভমেলা, ব্রজ, তিজ, মরু উৎসব
তেলেঙ্গানাবোনালু, উগাদি, দুশেরা
মনিপুর বিহু, পরাগ, সংগাই, চেইরাওবা, য়াওসাং বা হোলি, কূট উৎসব

ভারতের বিভিন্ন উৎসবের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: ভারতের  উৎসব
File Format: PDF
No. of Pages: 2
File Size: 319 KB

Click Here to Download

No comments:

Post a Comment