আজ কে কোন খেলার সাথে যুক্ত তালিকা PDFটি আপনাদের সাথে শেয়ার করছি। খেলাধুলা সংক্রান্ত জিকের অংশ হিসাবে বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন- ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত? সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত? ইত্যাদি।
কে কোন খেলার সাথে যুক্ত
খেলা | খেলোয়াড় |
---|---|
ব্যাডমিন্টন | ❏পুল্লেলা গোপীচাঁদ ❏শ্রীকান্ত কিদাম্বী ❏প্রনয় কুমার ❏চেতন আনন্দ ❏পারুপল্লি কাশ্যপ ❏সমীর বর্মা ❏অজয় জয়রাম ❏ভমিদিপতি সাঁই প্রণীত ❏প্রকাশ পাদুকোন ❏লক্ষ্য সেন ❏চিরাগ শেট্টি ❏সায়েদ মোদী ❏সত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ❏মনু অত্রি ❏সৌরভ বর্মা ❏বি. সুমিত রেড্ডি ❏প্রণব চোপড়া ❏ অরুণ বিষ্ণু ❏সিরিল বর্মা ❏দীপঙ্কর ভট্টাচার্য্য ❏প্রতুল যোশী ❏সাইনা নেহওয়াল ❏পি.ভি. সিন্ধু❏জ্বালা গুট্টা ❏অপর্ণা পোপট ❏অশ্বিনী পন্নাপ্পা ❏ঋতুপর্ণা দাস ❏পি.সি. থুলাসী ❏গাদ্দে রুথভিকা শিবাণী ❏মেঘনা জাক্কাম্পুদি ❏কে. মনীষা ❏অরুন্ধতী পান্টওয়ানে ❏শ্রুতি কুরিয়েন ❏অপর্ণা বালান |
হকি | ❏ধ্যানচাঁদ ❏সর্দার সিং ❏সন্দীপ সিং ❏অজিত সিং ❏বলবীর সিং ❏দিলীপ তির্কি ❏পি. আর. সৃজেস ❏ধনরাজ পিল্লাই ❏রাজপাল সিং ❏গগন অজিত সিং ❏সূর্যশেখর গাঙ্গুলী ❏এস.ভি. সুনীল ❏মানপ্রিত সিং ❏হারমানপ্রিত সিং ❏বিরেন্দ্র লাকরা ❏আকাশদীপ সিং ❏দীপক ঠাকুর ❏সুরজ লতা দেবী ❏সবিতা পুনিয়া ❏পুনম বারলা ❏বন্দনা কাটারিয়া ❏মমতা খরাব ❏সুনিতা লাকরা ❏লালরেমসিয়ামি ❏রানী রামপাল |
টেবিল টেনিস | ❏অমলরাজ এন্থনি ❏শুভ্রমনিয়াম রামন ❏শুভজিত সাহা ❏সৌম্যজিত ঘোষ ❏কমলেশ মেহতা ❏হারমিত দেশাই ❏সনিল শেট্টি ❏চেতন বাবুর ❏পৌলমী ঘটক ❏অঙ্কিতা দাস ❏নেহা আগারবাল ❏এ.রাধিকা সুরেশ ❏সুতির্থা মুখার্জি ❏মমতা প্রভু ❏গুল নাসিকবালা ❏শামিনি কুমারেশন ❏পূজা সহস্রেবুদ্ধে ❏মাধুরিকা পাটকার ❏মৌমা দাস ❏মনিকা বাত্রা |
দাবা | ❏বিশ্বনাথন আনন্দ ❏কৃষ্ণন শশীকিরণ ❏পরিমার্জন নেগী ❏সন্দীপন চন্দ ❏দিব্যেন্দু বড়ুয়া ❏পেন্তালা হরিকৃষ্ণ ❏প্রবীন মহাদেও ❏ভাস্করণ অধিবন ❏চিদম্বরম অরবিন্দ ❏গিথা নারায়ণ গোপাল ❏দীপন চক্রবর্তী ❏কোনেরু হাম্পি ❏হারিকা দ্রনাভাল্লি ❏তানিয়া সচদেব ❏রুচা পুজারী ❏সৌম্যা স্বামীনাথন ❏কিরণ মনীষা মোহান্তি ❏অনুপমা গোখলে ❏রোহিনী খাদিলকর ❏ভাগ্যশ্রী থিপসে ❏ধ্যানী দাভে |
দৌড় | ❏মিলখা সিং ❏মুহাম্মদ আনাস যাহিয়া ❏অনিল কুমার প্রকাশ ❏অমিয় কুমার মল্লিক ❏মানজিত কাউর ❏ধরমবীর সিং ❏দ্যুতি চাঁদ ❏হিমা দাস ❏পি.টি. উষা ❏শ্রাবনী নন্দ❏নির্মলা শীয়রান ❏সরস্বতী সাহা ❏কমলজিত সাধু ❏চিত্রা সমন ❏অনুরাধা বিশ্বল ❏টিন্টু লুক্কা ❏পিঙ্কি প্রামানিক |
বক্সিং | ❏বিজেন্দ্র সিং ❏অখিল কুমার ❏জিতেন্দর কুমার ❏শিবা থাপা ❏মহম্মদ আলী কামার ❏দেবেন্দ্র সিং ❏বিকাশ কৃষ্ণন যাদব ❏সতীশ কুমার ❏অমিত পান্ঘল❏ মনীষ কৌশিক ❏জগদীশ সিং ❏সুরঞ্জয় সিং ❏মেরি কম ❏কবিতা চাহাল ❏সরিতা দেবী ❏ অরুনা মিশ্র ❏পিঙ্কি রানী ❏কবিতা গোয়াত ❏সর্যুবালা দেবী ❏পূজা রানী ❏অঙ্কুশীতা বোরো ❏যমুনা বোরো ❏সিমরানজিত কাউর ❏নিখাত জারিন |
কে,কোন খেলার সাথে যুক্ত সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: কে কোন খেলার সাথে যুক্ত
File Format: PDF
No. of Pages: 5
File Size: 3.77 MB
Click Here to Download
No comments:
Post a Comment