আপনাদের Primary TET Practice Set in Bengali Part-1 PDFটি সরবরাহ করছি সম্পূর্ণ বিনামূল্যে। এটিতে প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী ৫টি বিষয় থেকে প্রশ্ন রয়েছে। যদিও এটি একটি মিনি মডেল সেট। যারা নতুন Primary TET পরীক্ষা দিতে চলেছেন, তাদের খুবই সাহায্য করবে এই প্র্যাকটিস সেটটি।
প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF
1. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?
a) ২২ জুন
b) ২৪ এপ্রিল
c) ৫ এপ্রিল
d) ২১ মার্চ
2. পরিবেশ দূষণে অন্যতম সহায়ক একটি বিষয় হল-
a) বনমহোৎসব
b) সংরক্ষন
c) সৌন্দর্যায়ন
d) শিল্পায়ন
3. জাতীয় বন্যপ্রাণী সংরক্ষন আইন কত সালে চালু হয়?
a) ১৯২৭ সালে
b) ১৯৩২ সালে
c) ১৯৮০ সালে
d) ১৯৭২ সালে
4. মিনামাটা রোগের কারন হল –
a) আর্সেনিক দূষণ
b) পারদ দূষণ
c) ক্যাডিয়াম দূষণ
d) প্লাস্টিক দূষণ
5. Educare–কথাটির অর্থ কি?
a) শিক্ষা গ্রহণ
b) শিক্ষা দান
c) লালন–পালন ও পরিচর্চা করা
d) কোনটাই নয়
6. কোনটি দূরবর্তী শিক্ষার অন্তর্গত নয়?
a) প্রথাগত শিক্ষা
b) বয়স্কদের শিক্ষা
c) দুটোই ঠিক
d) কোনটাই নয়
7. Scaffolding তত্ত্বের কথা কে বলেছেন?
a) পিয়াজে
b) কোহেলবার্গ
c) এরিকসন
d) ভাইগটস্কি
8. ব্রেইল কয়টি বিন্দু দিয়ে লেখা হয়?
a) 6 টি
b) 7 টি
c) 8 টি
d) 10 টি
9. অন্তর শব্দের পদান্তর করলে হবে-
a) আন্তরীক
b) আন্তরিক
c) আন্তরিকতা
d) আন্তরীকতা
10. কাব্য কবিতার রস আস্বাদনের জন্য কোনটি দরকার?
a) চর্বনা পাঠ
b) ধারণা পাঠ
c) সমবেত পাঠ
d) স্বাদনা পাঠ
11. “রাতকানা” সমাসবদ্ধ পদ বিশ্লেষণ করলে যে সমস্ত পাওয়া যায় --
a) দ্বন্দ্ব সমাস
b) দ্বিগু সমাস
c) তৎপুরুষ সমাস
d) বহুব্রীহি সমাস
12. বর্ণপরিচয় গ্রন্থের লেখক কে?
a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) নন্দলাল বসু
d) কাজী নজরুল ইসলাম
13. Liability (Synonym Word)
a) Debt
b) Debit
c) Asset
d) Credit
14. Choose the correct spelt word.
a) seperately
b) Separately
c) separateley
d) separatly
15. Sahil sharma makes tea.(Chnage the voice)
a) Tea is made by Sahil sharma.
b) Tea is made by the Sahil sharma.
c) Tea was made by Sahil sharma.
d) Tea has made by Sahil sharma.
16. Priya is afraid_____ spiders.
a) from
b) in
c) about
d) of
17. সোনা জলের থেকে 19 গুন এবং তামা জলের থেকে 9 গুন ভারী। কোন অনুপাতে সোনা ও তামাকে মিশ্রিত করলে মিশ্রণটি জলের তুলনায় 15 গুন ভারী হবে ?
a) 1 : 1
b) 2 : 3
c) 1 : 2
d) 3 : 2
18. কোন একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 40% পেয়েও 298টি ভোটে পরাজিত হয়েছেন। নির্বাচনটিতে মোট কতগুলি ভোট পড়েছিল ?
a) 1360
b) 1490
c) 1520
d) 1602
19. স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি/ঘণ্টা। স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় 1 কিমি । স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে ?
a) 1 মিনিট
b) 2 মিনিট
c) 3 মিনিট
d) 4 মিনিট
20. A একটি কাজ 20 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পর A চলে যায়। B বাকি কাজ 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ শেষ করতে কতদিন লাগবে ?
a) 15 দিন
b) 16 দিন
c) 12 দিন
d) 11 দিন
সম্পূর্ণ সেটটির পিডিএফ সংগ্রহ করুন
File Details::
File Name: TET Set-1
File Format: PDF
No. of Pages: 2
File Size: 515 KB
Click Here to Download
No comments:
Post a Comment