Tuesday, October 3, 2023

Primary TET Practice Set-2 in Bengali || প্রাইমারী টেট

Primary TET Practice Set-2 in Bengali

Primary TET Practice Set-2 in Bengali || প্রাইমারী টেট
Primary TET Practice 

নমস্কার,
আজ Primary TET Practice Set-2 in Bengali PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে প্রাইমারী টেট সিলেবাস অনুযায়ী সমস্ত বিষয় যেমন- বাংলা, ইংরেজী, গণিত, শিশুশিক্ষা ও পরিবেশ থেকে প্রশ্ন রয়েছে।তাই দেরী না করে নীচ থেকে সম্পূর্ণ পিডিএফটি সংগ্রহ করে নিন।

Primary TET Practice Set-2

1.মুদালিয়র কমিশন গঠিত হয় কত সালে?
a) ১৯০৯
b) ১৯৩৭
c) ১৯৫২ 
d) ১৯৬৪

2. সামাজিক চুক্তি নীতির প্রবক্তা কে?
a) রেমন্ট
b) হেগেল  
c) পার্সিনান
d) হফডিং

3. আধুনিক শিক্ষার জনক কে?
a) হার্বার্ট
b) রুশো 
c) গান্ধীজি
d) বিদ্যাসাগর

4. চরিত্র গঠনই হলো শিক্ষার চরম আদর্শ- উক্তিটি কার?
a) হার্বার্ট 
b) স্কিনার
c) রেমন্ট
d) জন ডিউই

5. সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। আংটিটা কোন কারক ও বিভক্তি-
a) কর্ম কারকে শূন্য বিভক্তি
b) কর্ম কারকে শূন্য বিভক্তি
c) সম্বন্ধ কারকে টা বিভক্তি 
d) অধিকরণ কারকে শূন্য বিভক্তি

6. ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি?
a) সত্যজিৎ রায়
b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) প্রেমেন্দ্র মিত্র 

7. সমাস নির্ণয় করুন: ত্রিনেত্র
a) বহুব্রীহি
b) দ্বন্দ্ব
c) দ্বিগু 
d) তৎপুরুষ

8. কোনটি বিদেশি শব্দ নয়?
a) পত্র 
b) দোয়াত
c) কলেজ
d) আইন

9. I am reading a story now. (Change the voice)
a) A story is reading by me now.
b) Now is reading a story by me.
c) A story is being read by me now. 
d) A story was being read by me now.

10. Which of the given word below is spelt correctly?
a) Acident
b) Acciddent 
c) Aciddent
d) Accident

11. What does the word inadequacy mean?
a) Wealth
b) Superiority
c) Shortage 
d) Full

12. I_________the painting just now.
a) Finishes
b) Finish
c) Had finished
d) Have finished

13. নিচের কোন সংখ্যাটি 1657 এবং 2037 কে ভাগ করার পর যথাক্রমে 6 এবং 5 অবশিষ্ট থাকে?
a) 123
b) 127 
c) 235
d) 305

14. বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের- 
a) পরিধি
b) ব্যাসার্ধ
c) ব্যাস
d) কোনোটিই নয়

15. কোন ব্যক্তির কাছে 1 টাকা, 5 টাকা, 10 টাকার নোট মিলিয়ে মোট 480 টাকা আছে, যদি সমানসংখ্যক প্রতিটি ধরনের নোট থাকে তাহলে মোট কত সংখ্যক নোট আছে ?
a) 60
b) 90 
c) 65
d) 45

16. যদি x = 5, y = 3 এবং z = 2 হয় তাহলে x ² + y ² + z ² - 2xy + 2yz - 2zx = ?
a) 100
b) 25
c) 0 
d) 1

17. ১০ শতাংশ সূত্র টি কার?
a) ট্রান্সলে
b) ওডাম
c) লিন্ডেম্যান 
d) ডারউইন

18. ভাইজাক গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটির নাম কি?
a) মিক/ MIC
b) ক্লোরোফ্লোরো কার্বন /CFC
c) স্টাইরিন /STYRENE 
d) প্যান /PAN

19. বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সবসময়-
a) বহুমুখী
b) একমুখী 
c) ত্রিমুখী
d) কোনোটিই নয়

20. নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা ছিলেন?
a) সরলা বেন
b) মেধা পাটেকর 
c) আরএস ত্রিপাঠী
d) অরুন্ধতী রায়
উত্তরসহ পিডিএফটি সংগ্রহ করুন নীচ থেকে

File Details::
File Name: TET Set-2
File Format: PDF
No. of Pages: 2
File Size:437 KB

Click Here to Download

No comments:

Post a Comment