মাধ্যমিক পাশে ভারতীয় বায়ু সেনায় কর্মী নিয়োগ ২০২২
![]() |
ভারতীয় বায়ু সেনায় কর্মী নিয়োগ 2022 |
নমস্কার বন্ধুরা,
ইতিমধ্যেই Indian Air Force-এর পক্ষ থেকে ভারতীয় বায়ু সেনায় বিভিন্ন পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই নীচে উল্লেখিত বিষয় সমূহ বিস্তারিত পড়েনেবেন।
ভারতীয় বায়ু সেনায় কর্মী নিয়োগ
পদের নাম:: Air Force Apprenticeship
যে সমস্ত ক্ষেত্রে নিয়োগ করা হবে:: Machinist, Sheet Metal, Welder, Electronics Mechanic, Carpenter, Electrician Aircraft, Fitter/ Mechanic
মোট শূন্যপদ:: ১০৮ টি
- Machinist - ০৩টি
- Sheet Metal - ১৫টি
- Welder - ০৪টি
- Electronics Mechanic - ১৩টি
- Carpenter - ০২টি
- Electrician Aircraft - ৩৩টি
- Fitter/ Mechanic - ৩৮টি
শিক্ষাগত যোগ্যতা::
৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
৬৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন
বয়সসীমা::
১লা এপ্রিল ২০২৩ এর মধ্যে ১৪ বছর থেকে ২১ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর ছার দেওয়া হবে
ষ্টাইপেনড:: প্রতিমাসে ৮,৮৫৫ টাকা
আবেদন পদ্ধতি:: প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
নিয়োগ পদ্ধতি:: লিখিত ও প্রাকটিক্যাল পরীক্ষা, মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে
আবেদন প্রক্রিয়া শুরু | ১৯শে ডিসেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৫ই জানুয়ারী ২০২৩ |
লিখিত ও প্রাকটিক্যাল পরীক্ষা | ২৬শে ফেব্রুয়ারি ২০২৩-১লা মার্চ ২০২৩ |
রেজাল্ট প্রকাশিত করা হবে | ৩রা মার্চ ২০২৩ |
নিয়োগ করা হবে | ৩রা এপ্রিল ২০২৩ |
✪ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদনের লিংক | Click Here |
Join Telegram Group | Click Now |
No comments:
Post a Comment