Tuesday, November 14, 2023

ভারতের সংবিধানের ১২টি তফসিল তালিকা PDF || Schedule of Indian Constitution

ভারতীয় সংবিধানের তফসিল সমূহ

ভারতীয় সংবিধানের তফসিল সমূহ
তফসিল সমূহ
নমস্কার বন্ধুগণ,
আজ ভারতীয় সংবিধানের তফসিল সমূহ pdfটি আপনাদের দিচ্ছি, যেটিতে সংবিধানের ১২টি তফসিলের সম্পর্কে বিশদ তথ্য প্রদান করা হয়েছে বাংলা ভাষায়। মূলত সংবিধানের কোন তফসিলে কী উল্লেখ করা আছে তারই যাবতীয় তথ্য তুলে ধরা হলো এই পোষ্টের মাধ্যমে। চাকরীর পরীক্ষাতে এই অংশ থেকে প্রশ্ন আসে; যেমন:- অষ্টম তফসিলে কী রয়েছে? রাজ্য ও পঞ্চায়েত ব্যবস্থার বন্টন কোন তফসিলে আলোচনা করা হয়েছে? ইত্যাদি।

ভারতীয় সংবিধানের তফসিল

তফসিল   আলোচ্য বিষয়
প্রথম ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা 
দ্বিতীয় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার, চেয়ারম্যান ও
ডেপুটি চেয়ারম্যান, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারক, রাজ্যপাল,
কম্পট্রোলার ও অডিটর
জেনারেলের বেতন ও ভাতা সম্পর্কিত আলোচনা
তৃতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীনের আগে শপথবাক্য সম্পর্কিত আলোচনা
চতুর্থ রাজ্যসভার নির্বাচনের জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আসন সংক্রান্ত আলোচনা
পঞ্চম সারা ভারতের তফশিলি জাতি ও উপজাতিদের শাসন ব্যবস্থা ও অধিকার সংক্রান্ত
আলোচনা
ষষ্ঠ অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের শাসন অধিকার সংক্রান্ত আলোচনা
সপ্তম কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার আলোচনা
অষ্টম সংবিধান স্বীকৃত ২২টি আঞ্চলিক ভাষার তালিকা
নবম জমিদারী প্রথার উচ্ছেদ ও ভূমিসংস্কারের আইনকানুন
দশম সংসদের যেকোনো কক্ষের সদস্যদের অযোগ্যতার ভিত্তিতে সদস্য
পদ বাতিল হওয়া
একাদশ রাজ্য ও পঞ্চায়েত ব্যবস্থায় ক্ষমতার বন্টন
দ্বাদশ রাজ্য ও পৌরব্যবস্থার ক্ষমতার বিলগ্নিকরণ

 সংবিধানের তফসিল সমূহের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: সংবিধানের তফসিল সমূহ
File Format: PDF
No. of Pages: 1
File Size: 306 KB

Click Here to Download

আরো দেখুন::

No comments:

Post a Comment