Friday, July 28, 2023

পরিমিতির সকল সূত্র সমূহ PDF || All Mensuration Formulas in Bengali

পরিমিতির সূত্র সমূহ PDF

পরিমিতির সকল সূত্র PDF - Mensuration Math Formula in Bengali
পরিমিতির সূত্র
নমস্কার বন্ধুরা,
পরিমিতির সকল সূত্র PDFটি শেয়ার করছি, যেটিতে গণিতের অন্যতম অধ্যায় হিসাবে পরিমিতির অঙ্ক সমাধান করার জন্য প্রয়োজনীয় যাবতীয় সূত্র দেওয়া রয়েছে। পরিমিতিকে ইংরেজিতে "Mensuration" বলা হয়। মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত চাকরীর পরীক্ষার প্রস্তুতির জন্য পরিমিতির সূত্র গুলি আজীবন সাহায্য করে যাবে শিক্ষার্থীদের।

       সুতরাং, সময় অতিবাহিত না করে, নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে নিন একদম বিনামূল্যে এবং প্রস্তুতি শুরু করুন বাড়িতে বসেই।


পরিমিতির সূত্র সমূহ 

যে যে টপিকের সূত্র থাকছে::

  • আয়তক্ষেত্র
  • বর্গক্ষেত্র
  • সামান্তরিক
  • রম্বস
  • ট্রাপিজিয়ম
  • বৃত্ত
  • ত্রিভুজ
  • আয়ত ঘনক
  • শঙ্কু
  • চোং
  • গোলক

পরিমিতির সব সূত্র গুলি পিডিএফে আছে

File Details::
File Name::পরিমিতির সকল সূত্র
File Format:: PDF
No. of Pages:: 5
File Size:: 242 KB


আরো দেখুন::

No comments:

Post a Comment